যশোরের মনিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার ছোট ভাইয়ের ছেলে। নিহত মান্নান বিএনপির স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।
রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের বাসিন্দা এবং প্রয়াত এজহার মোড়লের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ বিষয়ে মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, “মান্নান ভাই সবসময় পরিবারে শান্তি চেয়েছেন। তিনি সমঝোতার মাধ্যমে সমস্যা মেটাতে চাইতেন। কিন্তু তার ছোট ভাই হান্নান ও তার পরিবারের আগ্রাসী আচরণ পরিস্থিতিকে জটিল করে তোলে।”
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তিন আসামি—আব্দুল হান্নান, রেশমা খাতুন ও রহমতউল্লাহ—কে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে