ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানে অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয়ভাবে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চরম হতাশা ও উদ্বেগ।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো:
>ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় (রানাপাশা ইউনিয়ন)
>দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় (কুলকাঠি ইউনিয়ন)
>মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (নলছিটি পৌরসভা)
>জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় (দপদপিয়া ইউনিয়ন)
চারটি প্রতিষ্ঠানের মোট ৪৮ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি।
একজন অভিভাবক লুৎফর রহমান বলেন, “বিদ্যালয়ের অব্যবস্থাপনার কারণেই এমন লজ্জাজনক ফলাফল। এখনই সংশ্লিষ্টরা উদ্যোগ না নিলে ভবিষ্যৎ আরও ভয়াবহ হতে পারে।”
নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, “শতভাগ ফেল করা বিদ্যালয়গুলোর ফলাফল আমরা পর্যবেক্ষণ করছি। বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “এই চারটি বিদ্যালয়ের ফলাফলে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
