AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে এসএসসি ও দাখিলে কৃতিত্ব অর্জনকারীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৮:৪৪ পিএম, ১০ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জে এসএসসি ও দাখিলে কৃতিত্ব অর্জনকারীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর অতিথিবৃন্দ একে একে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। কেবল পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, বরং নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের সাথেও তাদের গড়ে উঠতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল ইসলাম বলেন, “একজন শিক্ষার্থী শুধু মেধাবী হলেই যথেষ্ট নয়—তার মধ্যে দেশপ্রেম, সততা, নেতৃত্বগুণ ও মানবিক বোধ থাকা জরুরি। ছাত্রশিবির এমন শিক্ষার্থী তৈরি করতে চায়, যারা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবে।”

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে। তারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!