২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার আগে একযোগে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল ও অনলাইনে ফল জানতে পেরেছে। গত বছরের তুলনায় এবার পাশের হার অনেকটাই কম।
সারা দেশে বিদ্যালয়গুলোতে গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অপরদিকে মাদরাসা বোর্ডে পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ।
এদিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্কুলে এবার গড় পাশের হার ৪৭ শতাংশ এবং মাদরাসা ৭০ শতাংশ।কেন্দুয়া উপজেলা থেকে ৩৩টি বিদ্যালয় থেকে মোট ৩ হাজার ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪২১ জন এবং ফেল করেছে ১৬০০ জন।
অপরদিকে মাদরাসায় দাখিল পরীক্ষায় ১৭টি মাদরাসা থেকে মোট ৭৮৩ জন অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৫৫১ জন এবং ফেল করেছে ২৩২ জন।কেন্দুয়া উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) মো. শফিকুল বারী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে আরও জানায়, উপজেলার ৩৩টি বিদ্যালয় এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ২২টি বিদ্যালয় থেকে পাশের হার ৫০% এর নিচে।অপরদিকে ১৭টি মাদরাসায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২টি মাদরাসায় পাশের হার ৫০% এর নিচে।
এবারের স্কুলে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন শিক্ষার্থী এবং মাদরাসা জিপিএ-৫ পেয়েছে ২২ জন।ফলাফল গত বছরের তুলনায় এ বছর খারাপ হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শফিকুল বারী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীরা কম পড়েছে।
এ বছর খাতা মূল্যায়ন কঠিন করে দেখার দরুন রেজাল্ট খারাপ হয়েছে বলে তিনি মনে করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ে মাদরাসা বোর্ডে পাসশর হার তুলনামূলকভাবে বেশি হলেও জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীর হার তুলনামূলকভাবে কম।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৫৬ জন ছাত্রছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ বিজ্ঞান শাখার ২৩ জন, ও বাণিজ্য শাখার ৩ জন এবং জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে শতভাগ পাশ করেছে।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা সবাই উত্তীর্ণ হওয়ায় ও ২৮ পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করে অভাবনীয় গৌরব অর্জন করায় প্রধান শিক্ষক আসাদুজ্জামান শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কথাসাহিত্যিক প্রয়াত ড. হুমায়ুন আহমেদ স্যারের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের পরামর্শে ও এলাকার সকলের সার্বিক সহযোগিতায় আমরা এবারও ফলাফলে শতভাগ সফলতা ধরে রাখতে পেরেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী বলেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এই দোয়া করি।
কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, কেন্দুয়া উপজেলার একমাত্র প্রতিষ্ঠান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা জেলায় এ বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি প্রতিষ্ঠানটি যেন তাদের এই সফলতা ধরে রাখতে পারে এবং আগামীতে উপজেলায় পাশের হার ও জিপিএ ৫-এর সংখ্যা আরও বাড়বে বলে আমি আশা করব।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে