মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, “সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করে গড়তে চাই। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যার মাধ্যমেই পরিবেশ রক্ষা ও গাছের উপকার পাওয়া সম্ভব।”
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই চারা বিতরণ কর্মসূচি মৌলভীবাজার জেলা প্রশাসনের ‘এক লক্ষ গাছের চারা বিতরণ’ কর্মসূচির অংশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এম ওয়াহিদ রুলু, আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া প্রমুখ।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর জানান,“কমলগঞ্জ পৌর এলাকার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৮৫০টি চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করা হবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে