চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী ফজিলাতুন্নেছা মনীষা অভাব-অনটনকে উপেক্ষা করে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। তবে এখন তার সামনে বড় চিন্তা—কলেজে ভর্তি ও পড়ালেখার খরচ কীভাবে চালানো যাবে।
পশ্চিম শাকপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদ্ম পুকুর এলাকার বাসিন্দা মনীষা চরখিজিরপুর হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তিনি এলাকার মরহুম মফজল আহমদের মেয়ে। ছোটবেলায় ঈদের দিন সকালে বাবাকে হারান মনীষা। পাঁচ কন্যাসন্তান নিয়ে একা হয়ে পড়েন মা মনোয়ারা বেগম। স্বামী দীন-মজুর হওয়ায় তেমন কিছু রেখে যেতে পারেননি। ফলে পরিবারটি চরম অর্থকষ্টে পড়েছে।
মা মনোয়ারা বেগম জানান,"সংসার চালাতে ধানী জমিতে চাষ করি, কখনো অন্যের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে রান্নার কাজও করেছি। কিন্তু কখনো মেয়েদের পড়ালেখা বন্ধ করিনি। মনীষা অনেক সময় না খেয়ে স্কুলে গেছে। এখন সে ভালো ফল করেছে, কিন্তু কলেজে ভর্তির খরচ কিভাবে যোগাবো—সেই চিন্তায় আছি।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম বলেন,"মনীষা অত্যন্ত ভদ্র, নম্র ও পরিশ্রমী ছাত্রী। ক্লাসে সব সময় মনোযোগী ছিল। তার জিপিএ-৫ অর্জনে আমরা সবাই খুবই আনন্দিত। এমন সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।"
এলাকাবাসী মনীষার সাফল্যে গর্বিত হলেও এখন তারা তার উচ্চশিক্ষার খরচ নিয়ে উদ্বিগ্ন। স্থানীয়দের মতে, মেধাবী এই শিক্ষার্থীকে সহায়তা করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে