নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৩৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন—হত্যাকাণ্ডের প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবু (২৩) ও রাসেল ফকির (২৫)।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে শরীয়তপুর জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম বাবুকে এবং তার আগের দিন, বুধবার (৯ জুলাই) ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে রাসেল ফকিরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, জাহিদুল ইসলাম বাবুর বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়ায় এবং রাসেল ফকিরের বাড়ি গোলাকান্দাইল এলাকায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মামুন ভুঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে