২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটি এবারও শতভাগ সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় কলেজ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও অসাধারণ ফলাফল করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। কলেজ পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের কার্যকর তত্ত্বাবধানে এ সফলতা অর্জিত হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কঠোর শৃঙ্খলা, মানসম্পন্ন পাঠদান ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের সমন্বয়ে গড়ে উঠেছে শিক্ষার্থীদের মেধা ও মনন। পরীক্ষার্থীরা এ অর্জনের পেছনে শিক্ষক, কলেজ প্রশাসন এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক বলেন, “এই অর্জন কেবল আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম নয়, বরং এক সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে আশাবাদী।”
একুশে সংবাদ/এ.জে