ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকার বাবলাতলায় একটি বড় শিশু গাছ উলটে পড়ে যাওয়ায় সাময়িকভাবে এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের কারণে মঙ্গলবার (৯ জুলাই) রাত আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রাকৃতিক ঝড়ো হাওয়ার কারণে একটি বিশালাকৃতির শিশু গাছ হঠাৎ করে রাস্তায় পড়ে গেলে চরভদ্রাসন-ফরিদপুর সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়দের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে ফোন করে বিষয়টি জানানো হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ মোর্তজার নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রাতভর চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে রাস্তা থেকে গাছটি অপসারণ করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, স্টেশন অফিসার শরীফ মোর্তজা তাঁর নেতৃত্বে অগ্নিনির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় নিয়মিত মানবিক ভূমিকা রেখে চলেছেন, যা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে