জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় তানোর থানার মোড়স্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি সমশের সরকার, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি মফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, সদস্য মাহবুব জুয়েল, মমিনুল ইসলাম মমিন, ওবায়দুর রহমান সুজন, হামিদুর রহমান চৌধুরী, সৈয়দ মাহমুদ শাওন, রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।
মতবিনিময় সভায় ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও জনতার ত্যাগের মধ্য দিয়ে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রেরণার উৎস। এই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে হবে।”
তিনি আরও বলেন, “এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সত্য প্রকাশে কোনো বাধা এলে আমি সবসময় সাংবাদিকদের পাশে থাকব। অতীতের আন্দোলন-সংগ্রামে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আগামীতেও আপনারা এই ভূমিকা রাখবেন — এটাই প্রত্যাশা।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে