নওগাঁর নিয়ামতপুরে বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাত ১০টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাদশা উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের আফাজ উদ্দিন মোল্লার ছেলে। বাদশা উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় আসামি আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লাকে ঝাজিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে বাদশা মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
একুশে সংবাদ/নও.প্র/এ.জে