AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে

বাড়িতে হামলা, গাছ কাটা ও অর্থ লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের



বাড়িতে হামলা, গাছ কাটা ও অর্থ লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, গাছ কাটা ও অর্থ লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের। মামলা করেছেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর শমসেরগঞ্জ এলাকার মো. আদর মিয়া (৬০)। তিনি মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে কুরুশ মিয়া (৫০), হাজেরা বেগম (৪৫), মুহিবুর রহমানসহ (২২) মোট পাঁচজনকে।

বাদী অভিযোগ করেন, গত ২৮ জুন শনিবার বেলা ১১টার দিকে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে তার বাড়িতে ঢুকে হামলা চালায়। সে সময় বাদী তার স্ত্রীকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। আসামিরা ঘরে ঢুকে জোরপূর্বক ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর ও নগদ টাকা নিয়ে যায়। এছাড়াও বাদীর জমিতে রোপণকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি গাছ কেটে ফেলে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা। একই জমি থেকে আরও ১৫০টি বাঁশ গাছ চুরি করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়। যার মূল্য ৪৫ হাজার টাকা। বাদীর দাবি, তার মোট দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় প্রতিবেশী ও সাক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও আসামিরা প্রকাশ্যে হুমকি দেয়—এই ঘটনার বিষয়ে কেউ মুখ খুললে প্রাণনাশ করা হবে বলেও অভিযোগ করেন বাদী আদর মিয়া।

সুষ্ঠু বিচার চেয়ে বাদী আদালতের শরণাপন্ন হন। মামলায় দণ্ডবিধির ৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। বাদী মামলায় আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ও উপযুক্ত বিচার প্রার্থনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত  কুরুশ মিয়াসহ অন্যদের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!