নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার গলা, চোখ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
রবিবার (৬ জুলাই) ভোর ৬টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নিহতের আনুমানিক বয়স (২৫) এবং নিহত যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট। তার দুই হাত ও গলায় বাঁধার দাগ রয়েছে এবং ডান চোখে গুরুতর আঘাত লেগে ফুলে গেছে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সার্কেলের (ক) অতি. এসপি হাসিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে হত্যার কারণও উদঘাটন সম্ভব হবে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে