মৌলভীবাজার জেলার চৌমুহনায় হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেল ২টা থেকে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলার হাওরপারের ৭ উপজেলার কৃষক-মৎস্যজীবি প্রতিনিধি ও জেলা প্রশাসনের সমন্বয়ে হাওর পরিবেশ রক্ষার দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আ স ম ছালেহ সোহের সভাপতিত্বে ও এম. খছরু চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ, বাপা মৌলভীবাজার জেলার সভাপতি অধ্যক্ষ মো. ইকবাল, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের আহবায়ক বকসী মোঃ ইকবাল, এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, মোঃ আলমগীর হোসেন, খয়রুল ইসলাম, শামছুদ্দিন মাস্টার, খয়রুল হক, বাইক্কা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিন্নত আলী, বিধু ভূষণ, শামছুল হক সর্দার, এ.কে.এম আব্দুস সালাম, নাট্য ব্যক্তিত্ব শাহীন ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার কাউয়াদীঘি হাওরের পরিবেশ নষ্ট করে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হলে এই অঞ্চলের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, হাইল হাওরে প্রাণ কোম্পানী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা পরিবেশ বিপর্যয়সহ বন্যার সৃষ্টি করছে, প্রাণ কোম্পানীর সকল স্থাপনা উচ্ছেদ করতে হবে। মৌলভীবাজারের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বিশেষজ্ঞদের মতামত ছাড়া এসকল পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধ করতে হবে। যারা ভূমি আইন, পরিবেশ আইনবিধি ও হাওর উন্নয়নের মাস্টারপ্ল্যান অমান্য করে হাওর ধ্বংস করছে এবং ইতিপূর্বে করেছেÑতাদের সকলকে শাস্তির আওতাধীন করতে হবে। পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারি পরিচালককেও শাস্তির আওতাধীন করতে হবে। ৫৩ বছরের শাসন ব্যবস্থার নানা অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে।
হাওর পরিবেশ নষ্ট করার বিরুদ্ধে মৌলভীবাজারের দেশ-বিদেশের নাগরিক ঐক্যবন্ধভাবে রুখে দাঁড়িয়েছে। প্রশাসন দায়িত্বে অবহেলা করলেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রধান অতিথি ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ বলেন, মৌলভীবাজারের কৃষক-মৎস্যজীবিদের স্বার্থ ও পরিবেশের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন অবহিত। পরিবেশের ভারসাম্য নষ্ট করে এই জেলায় কোন ধরণের শিল্পায়ন করা হবে না। সাধারণ জনতা ও জেলা প্রশাসনের দৃষ্টিভঙ্গি একই জায়গায় মিলিত রয়েছে। আমরা সবাই মিলেই আমাদের পরিবেশ রক্ষা করব।
একুশে সংবাদ//র.ন