কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগী গ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে ঘটে যাওয়া মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর বুধবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে তাদের মৃতদেহ ভেসে ওঠে।
নিহতরা হলেন—আবির (৭), পিতা: হাবিব মিয়া, জুবায়েদ (৬), পিতা: মুমতাজ উদ্দিন, তারা উভয়েই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ভোরের দিকে নিহতদের স্বজনরা নৌকায় করে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদীর পাড়ে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
এর আগে, মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় দত্তেরবাজার এলাকায় একটি ছোট নৌকায় থাকা ৯ শিক্ষার্থীর মধ্যে তিনজন নৌকাডুবিতে নিখোঁজ হন। স্থানীয়রা সেদিনই উদ্ধার করেন শাপলা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ।
এই তিনজনই মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদ পাড় হচ্ছিলেন।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু আজও সে দাবি বাস্তবায়ন হয়নি। ফলে নৌকাই একমাত্র ভরসা হওয়ায় প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে