নরসিংদীর বেলাব উপজেলার দক্ষিণ ধরু গ্রামে জন্ম নেওয়া তানভীর আঞ্জুম ৪৪তম বিসিএস পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ১৮তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তানভীরের এই গৌরবময় অর্জনে গর্বিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা, বন্ধুবান্ধব এবং পুরো এলাকাবাসী।
তিনি দক্ষিণ ধরু গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মোহাম্মদ হানিফ এবং মাতা নাজমা বেগম। ২ ভাই ও ২ বোনের মধ্যে তিনি তৃতীয়।
শিক্ষাজীবনে শুরু থেকেই মেধাবী তানভীর আঞ্জুম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি স্বপ্ন দেখতেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার।
তানভীর বলেন“এই সাফল্য আল্লাহর রহমত, আমার বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের অকৃত্রিম সহযোগিতার ফল। আমি দেশের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই।”
তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং বেলাব উপজেলার তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণা। স্থানীয়রা মনে করছেন, তানভীরের মতো মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণদের এগিয়ে আসা বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁর এই অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিনন্দন বার্তা দিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তানভীর আঞ্জুমের সাফল্য নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে