ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার সাঁটানো এবং বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব হাজীপুর এলাকার নিজ বাড়ি থেকে ৮নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সনাতন চন্দ্র রায়কে আটক করে পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, “সম্প্রতি দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি বাজার এলাকায় গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সাঁটানো হয়। এছাড়া গত ৪ আগস্ট পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় ‘বৈষম্য বিরোধী আন্দোলন’ চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন সনাতন চন্দ্র রায়।”
তিনি আরও জানান, “গ্রেপ্তার সনাতন চন্দ্র রায়কে মামলার প্রেক্ষিতে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে