AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অর্ধকোটি (৫২লক্ষ) টাকাসহ নরসিংদী পিআইও অফিসের দুই কর্মচারী আটক


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৬:৫৬ পিএম, ১ জুলাই, ২০২৫

অর্ধকোটি (৫২লক্ষ) টাকাসহ নরসিংদী পিআইও অফিসের দুই কর্মচারী আটক

নরসিংদীর শিবপুরে স্বাক্ষর জাল করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (পিআইও) অফিসের সরকারি প্রকল্প টিআর-কাবিখার টাকা আত্মসাতের অভিযোগে কার্য সহকারী (প্রজেক্ট)  আরিফুল ইসলাম তুহিন ও পিওন আশিককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তুহিনের বাসা থেকে প্রকল্পের ৫২ লাখ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে তাদের গ্রেপ্তার ও টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। 

এর আগে সোমবার রাত ৩টার দিকে কার্য সহকারী (প্রজেক্ট)  আরিফুল ইসলাম তুহিনের বাসায় অভিযান চালায় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ওই সময় তার বাসায় থাকা নগদ ৫২ লাখ টাকা উদ্ধার করা হয়।

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস ও এনএসআই সূত্রে জানা গেছে, গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প টিআর/কাবিখা’র প্রকল্প থেকে ভুয়া বিল ভাউচার ও পিআইও’র স্বাক্ষর জাল করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করে নেয় অফিসের কার্য সহকারী (প্রজেক্ট)  আরিফুল ইসলাম তুহিন ও পিওন আশিক। এরই মধ্যে গত ১৫ জুন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিআর/কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেয়। কিন্তু বাজেট না থাকায় ৮১টি বিল (বাউন্স হয়) ফেরত আসে। বিষয়টি নিয়ে অফিস জুড়ে হৈচৈই পড়ে যায়। পরে গোয়েন্দা সংস্থা (এনএসআই) বিষয়টি নিয়ে গোপনে অনুসন্ধান শুরু করেন। ওই সময় ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পিআইও অফিসের ২ জন কর্মচারী সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৩টার দিকে এনএসআই কর্মকর্তারা পিআইও অফিসের কার্য সহকারী (প্রজেক্ট)  তুহিনের বাসায় অভিযান চালায়। ওই সময় তার আলমিরাতে থাকা নগদ ৫২ লাখ টাকা দেখতে পায়। কিন্তু এই টাকার সঠিক কোন উত্তর দিতে পারেনি তুহিন। পরে মঙ্গলবার সকালে পুলিশ নগদ টাকাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক তুহিন ও আশিক স্বাক্ষর জাল করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলনের কথা শিকার করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেয়া হলে ৮১বিল বাউন্স হয়। তারা জানান ৮১টি বিল তুলে নেয়া হয়েছে। তখন আমরা তাদের কাছ থেকে  বিল ভাউচার নেয়া হয়। সেখানে স্বাক্ষর জালের বিয়টি ধরা পরে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এনএসআই তদন্ত করে তুহিন ও আশিকের সংশ্লিষ্টতা পায়। পরে তুহিনের বাসায় অভিযান চালিয়ে ৫২ লাখ টাকা জব্দ করা হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন ও আশিক স্বাক্ষর জাল করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলনের কথা শিকার করেন। দুদকে তাদের বিরুদ্ধে মামলা হবে। আমরা নগদ টাকাসহ গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের ব্যবস্থা নিচ্ছি।


একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!