AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অপরাজনীতি রুখে দিতে এনসিপি গঠন করা হয়েছে



অপরাজনীতি রুখে দিতে এনসিপি গঠন করা হয়েছে

দেশ ও জাতির কল্যাণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে  একক কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট হাসিনাকে হঠিয়ে দেশের ক্রান্তিলগ্নে ছাত্ররা নিজেদের কথা না ভেবে সুষ্টু রাজনীতি ও গণতন্ত্র চর্চায় ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) নামের একটি নতুন দল গঠন করতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলায় এক পথসভায় জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধায় নির্ধারিত জনসমাবেশে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির  আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ একাধিক নেতৃবৃন্দ এমন কথা বলেন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল আল গালিব, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন, সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য ফিহাদুর রহমান দিবসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা বলেন, এই দেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের সোনালী সুন্দর ভবিষ্যৎ জীবন গড়ার স্বপ্ন বিসর্জন দিয়ে ছাত্ররা  অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নেমেছে। ছাত্রদের রাজপথে ঢেলে দেওয়া তাজা রক্তের বিনিময়ে আমরা আজ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। সেই অকুতোভয় ছাত্র সৈনিকদের ত্যাগের কথা আমরা কখনো ভুলব না। তারা শুধু নেতা নয়, তারা জাতির সূর্যসন্তান।আমরা ছাত্রদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

বক্তারা বর্তমান প্রজন্মের সচেতন ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে ছাত্র নেতৃত্বে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকরণসহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

এনসিপির নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের দলের ব্যতিক্রমধর্মী নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের তরুণেরা স্বতঃস্ফূর্ত ভাবে এ দলে অংশগ্রহণে প্রমাণ করে, এ দলটি কারো ব্যক্তি স্বার্থে নয়—জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এনসিপি প্রতিজ্ঞাবদ্ধ।
এদেশে আর কখনো খুনি আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া হবে না। এই লীগ নামের দলটি এদেশের মাটি থেকে চিরতরে মুছে দিয়ে উন্নত দেশ গঠনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান এনসিপি নেতৃবৃন্দ।

সফরকালীন সময়ে বিভিন্ন স্থানে পথসভায় নেতৃবৃন্দ এনসিপির অফিস উদ্বোধন করেন।

পথসভা শেষে এনসিপির নেতৃবৃন্দ গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন।

 

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Link copied!