মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি কামরুজ্জামান জুয়েল (৫১)–কে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় দায়েরকৃত সিআর মামলা নং- ১৫৮৪/১৭, ধারা- এন.আই অ্যাক্ট ১৩৮ অনুযায়ী সাজা পরোয়ানা জারি ছিল। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার হরপাড়া এলাকার বাসিন্দা; পিতার নাম নুর মোহাম্মদ মিয়া।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে