সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিশেষ অভিযানে প্রায় ২০ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এই অভিযানে মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
সোমবার (৩০ জুন) বেলা ১২ টার দিকে তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রবিবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর থানাধীন কড্ডার মোড়ের মিয়াবাড়ী মার্কেটের সামনে অভিযান চালায়।
সেখানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ আকলু মিয়া সুমন (২১) এবং মোঃ শিহাব আলী (১৯) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আটককৃতদের বহনকারী হলুদ ও নীল রঙের ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি পাটের বস্তায় নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
