ময়মনসিংহের তারাকান্দায় দায়িত্ব অবহেলার কারণে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হান্নান তালুকদার এবং ইসলাম শিক্ষা বিভাগের আব্দুল কাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সরকারি নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের মতো তারাকান্দাতেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় তারাকান্দা উপজেলায় ২টি কেন্দ্রে মোট ১ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজার ৭৪২ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ছিল কলেজ শাখায় ১ হাজার ৫০৮ জন এবং আলিম শাখায় ২৬৮ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৪ জন পরীক্ষার্থী।
পরীক্ষার দিন ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ কেন্দ্রে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন। পরিদর্শনকালে তিনি জানান, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারের এইচএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।”
একুশে সংবাদ/ম.প্র/ এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
