তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃপক্ষপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুর রহমান, লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খাজা ইলিয়াস হোসেন শামীম, গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল আলম।
এছাড়া লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর এর লালপুর প্রতিনিধি সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
