বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের বিএনপি নেতা সোহাগ আকনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে গ্রামের সাধারণ মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, এক সাংবাদিক পরিকল্পিতভাবে সোহাগ আকনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করেছেন। সংবাদটিতে দাবি করা হয়, তিনি কুখ্যাত জলদস্যু ‘মাস্টার বাহিনী’র দ্বিতীয় ইন-কমান্ড ছিলেন এবং বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ৮৬ নম্বর আসামি। এছাড়া তাকে কুখ্যাত বাবুল চেয়ারম্যানের ডানহাত হিসেবেও উপস্থাপন করা হয়।
গ্রামবাসীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সোহাগ আকনের সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সংবাদে আরও বলা হয়, তিনি ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় নানা কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন—যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন স্থানীয়রা।
মানববন্ধন শেষে এক প্রতিক্রিয়ায় সোহাগ আকন বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। এসবের কোনো ভিত্তি নেই। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করতে চায়।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে পেড়িখালী ইউনিয়নে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা কোণঠাসা অবস্থায় রয়েছে। দলে সক্রিয় থাকার সুযোগ থেকেও তারা বঞ্চিত। আমি যদি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতাম, তাহলে গ্রামবাসী কখনোই আমার পক্ষে মানববন্ধনে অংশ নিত না।”
তিনি অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কিছু স্বার্থলোভী লোক বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি আশা করি, সত্য উদঘাটনে গণমাধ্যমের ভূমিকা আরও দায়িত্বশীল হবে।”
একুশে সংবাদ/বা.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
