নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলী আকবর (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আকবর উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে মাছ সংগ্রহের উদ্দেশ্যে আলী আকবর তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে একটি নছিমনে করে ভুলতার দিকে যাচ্ছিলেন। পথে গহরদী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় আলী আকবর গাড়ির নিচে চাপা পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন দাস তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, "হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে তেমন দৃশ্যমান আঘাত না থাকলেও চাপা পড়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, "ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ/না.প্র/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
