ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের একটি টিম ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসসড়কের মুশুল্লী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাদের আটক ও গাঁজা উদ্ধার করে।
আটক হলেন ভৈরব উপজেলার শিমুললাটিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে তফাজ্জল (৩১) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হৃদয় মিয়া (৩০)।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদধদপ্তরের ইন্সপেক্টর মো.আমিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুশুল্লী বাসস্ট্যান্ডে তারা অবস্থান নেন। মাদক কারবারিদের ধরতে সকাল থেকেই ওত পেতে বসে থাকেন।
এ সময় দ্রুতবেগে আসা একটি আটোরিকশা থামিয়ে চালক ও যাত্রীকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে চালক ও যাত্রীর আসনের নিচ থেকে কসটেপ মারা অবস্থায় ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার পরিমাণ ২২ কেজি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দেওয়া হবে।
একুশে সংবাদ / ম.প্র/এ.জে
 
    
 
                        

 
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
