বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ফেনী জেলায় টানা ভারী বর্ষণ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এর ফলে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরমজলিশপুর, চরদরবেশ ও বগাদানা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামীকাল পর্যন্ত একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
উপকূলীয় এলাকায় অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে প্লাবিত গ্রামগুলোতে পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে ভারতের উজানে পানি বৃদ্ধি পেলে মুহুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
এ প্রসঙ্গে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, “ভারতের উজানে বৃষ্টিপাত বাড়লে নদীর পানি দ্রুত বাড়বে। আমরা ইতোমধ্যে পরশুরাম উপজেলায় ২১টি ও ফুলগাজীতে ২০টি ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।”
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই-আগস্টে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল। ওই সময় মৃত্যু হয়েছিল ২৯ জনের এবং ক্ষতির পরিমাণ ছাড়িয়েছিল শত কোটি টাকা। এবারও তেমন ভয়াবহতা এড়াতে আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন।
একুশে সংবাদ / ফে.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
