নিরাপদ ড্রাগন ফল উৎপাদন লক্ষ্যে কোটচাঁদপুরে এক সচেতনতা সভা করেছেন উপজেলা কৃষি অধিদপ্তর। বুধবার বিকেলে স্থানীয় আম বাজারে চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে এ সভা করা হয়।
কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদ হাসান সচেতনতা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি অধিদপ্তর উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য উৎপাদন কর্মকর্তা সাধন সরকার, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক নিশাত মেহের, কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সভাপতি এস কে এম সালাহ উদ্দিন বুল বুল সিডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কোটচাঁদপুর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ঝিনাইদহের কৃষক সংগঠনের সভাপতি শিক্ষক হারুন অর রশিদ মুসা, ঝিনাইদহের ফার্মাস অ্যাসোসিয়েশন কামরুজ্জামান, কালীগঞ্জ ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন, সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল শান্তি। প্রধান অতিথি বলেন, আমরা কারোর ক্ষতি চাই না। কারণ এই চাষের সঙ্গে জড়িত একজন চাষি, ব্যবসায়ীসহ একাধিক মানুষ। আমরা চাই চাষ করে চাষিসহ সবাই লাভবান হোক। এ জন্য আমরা মানুষ কে সচেতন করতে জেলা, উপজেলা, ও বাজারে বাজারে এ সভা করা হচ্ছে। এরপরও যদি মানুষ সচেতন না হয়, সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়া সভায় উপস্থিত চাষি, ব্যবসায়ীসহ কর্মকর্তাদের বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে আসে একই কথা । তারা বলেন, যেকোনো মূল্যে আমরা ড্রাগনের বাজার ধরে রাখব। আমরা চাই না গুটিকয়েক অসাধু মানুষের জন্য সম্ভবনাময় এ চাষটি নষ্ট হয়ে যাক। প্রয়োজন হলে আপনাদের সহায়তা নেয়া হবে। তারা নিরাপদ ফল উৎপাদনে চাষি ও ফল ব্যবসায়ীদেরকে জরিমানা করতে অনুরোধ জানান ওই সভায়।
উল্লেখ্য, এ উপজেলায় এ বছর ৪৩৯ হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে।
একুশে সংবাদ / ঝি.প্র/এ.জে