"শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন" প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে সোমবার (২৭ মে) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন হাওলাদার ।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পুষ্টিহীনতা একটি জাতীয় সমস্যা, যা দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত করে। সঠিক পুষ্টির অভাবে শিশু, নারী ও বয়স্করা বিভিন্ন জটিলতায় আক্রান্ত হন। তাই পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
একুশে সংবাদ /ব.প্র/এ.জে