নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকা থেকে মোবাইল অ্যাপ “ইমো” হ্যাকিংয়ের অভিযোগে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বায়োজিদ, লতিফ, রাজু, সোহান ও শান্ত। সবাই বিলমাড়িয়া এলাকার বাসিন্দা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, অভিযানে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ২২টি মোবাইল ফোন, ৭০টি সিমকার্ড, ৪০ পিস ইয়াবা, গাঁজা এবং কণ্ঠ পরিবর্তনের একটি ডিভাইস জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইমো হ্যাক করে প্রবাসীদের পরিবারের সঙ্গে প্রতারণা করত। এছাড়া তারা মাদক কারবারেও জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ / না.প্র/এ.জে