"শিশু থেকে প্রবীণ—পুষ্টিকর খাবার সর্বজনীন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদেকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ এবং নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা প্রমুখ।
অনুষ্ঠানে পুষ্টি বার্তা হিসেবে জনগণকে পুষ্টিমানে সমৃদ্ধ ও নিরাপদ খাবার গ্রহণ, অতিরিক্ত চিনি ও লবণ পরিহার, ফাস্টফুড বর্জন, প্রতিদিন অন্তত একটি ডিম ও আমিষ জাতীয় খাবার খাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। শিশু থেকে প্রবীণ—সবার পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ / ন.প্র/এ.জে