মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সাটুরিয়া বাজারে ভাসমান ও অস্থায়ী দোকান স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় স্থায়ী ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে বাজার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈধভাবে দোকান পরিচালনা করে আসছেন। অথচ কিছু প্রভাবশালী ব্যক্তি মৌসুমি ব্যবসা ও ব্যক্তিস্বার্থে ভাসমান এবং অস্থায়ী দোকান বসিয়ে বাজারের শৃঙ্খলা ভঙ্গ করছেন, যা স্থায়ী ব্যবসায়ীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ব্যবসার মৌসুমে বা সাপ্তাহিক হাটের দিনগুলোতে হঠাৎ করে এসব দোকান বসিয়ে ভিড় ও যানজটের সৃষ্টি করা হয়, যার ফলে ক্রেতাদের আগমন কমে যায় এবং ব্যবসায়িক ক্ষতি হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদনপত্র জমা দেন এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে ভাসমান ও অস্থায়ী দোকান বন্ধের দাবি জানান।
স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
একুশে সংবাদ / মা.প্র/এ.জে