AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলছিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত



নলছিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার"—এই মানবিক স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (২৮ মে) প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম। সভায় নতুন করে জমাকৃত আবেদনপত্র যাচাই-বাছাই এবং আগত অভিযোগগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত করতে স্বচ্ছতা ও মানবিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পলাশ বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোনো ধরণের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় আরও সিদ্ধান্ত হয়, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনিক ও সামাজিক সহযোগিতা বাড়ানো হবে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা অফিসার, প্রতিবন্ধী ব্যক্তিরা ও তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

এই সভা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ / ঝা.প্র/এ.জে

Link copied!