ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে মঙ্গলবার দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ব্যাংক ও ইফাদের আর্থিক সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান। এছাড়া ফরিদপুর কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. রকিবুল ইসলাম ও মো. আবুল হোসেন মিঞা কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা ও ভিডিও প্রেজেন্টেশন করেন উপজেরা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাখাওয়াত হোসেন।
জানা যায়, এ কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার লক্ষ্য পূরণের যাবতীয় কলাকৌশল শিক্ষা দেওয়া হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে।
এসব স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যাবতীয় সমস্যা ও অন্তরায়গুলো সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করে সম্মিলিতভাবে সমাদধান করা হবে। সেই সাথে পার্টনার ফিল্ড স্কুলগুলোকে সমবায় কার্যক্রমের মাধ্যমে সমিতির সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করা হবে। এতে নিরাপদ খাদ্য সরবরাহের জন্য বাজার ব্যবস্থাপনাও যুক্ত করা হবে বলে জানা যায়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে