ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি ছেঁড়া দশ টাকার নোটকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ার ধীরগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় তারাকান্দা থানার সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
গত বছরের ২৩ এপ্রিল রাতে মাঝিয়ালি বাজারে একটি দোকানে সিগারেট কেনার সময় একটি ছেঁড়া দশ টাকার নোট নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এতে দোকান মালিক সাদেকুর রহমান মন্ডল (৫০) ও তার ছেলে ইকবাল হোসেন (২২) ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থলেই মারা যান ইকবাল। গুরুতর আহত সাদেকুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
পরদিন ২৪ এপ্রিল নিহত ইকবালের বড় ভাই দেলোয়ার হোসেন মন্ডল তারাকান্দা থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একাধিক আসামিকে গ্রেফতার করে। মামলার প্রধান দুই আসামি ফারুক মন্ডল ও পারভেজ মন্ডল বর্তমানে কারাগারে রয়েছে।
মঙ্গলবারের মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও মামলার চার্জশিট এখনো দেওয়া হয়নি। তারা দ্রুত চার্জশিট দিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বিক্ষোভ চলাকালে কিছু সময়ের জন্য সড়ক অবরোধও করা হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
নিহত ইকবালের বাবা সাদেকুর রহমান মন্ডল বলেন,“আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি চাই, অতি দ্রুত চার্জশিট দিয়ে হত্যাকারীদের ফাঁসি কার্যকর করা হোক।”
মামলার বাদী ও নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন,“আমার ভাইকে দিনের আলোতে সবার সামনে হত্যা করা হয়েছে। বিচার বিলম্বিত হলে অপরাধীরা উৎসাহিত হবে। আমরা দ্রুত বিচার চাই।”
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন,“মামলার মেডিকেল রিপোর্ট আমরা হাতে পেয়েছি। তদন্ত কার্যক্রম প্রায় শেষের দিকে। আশা করছি, আগামী মাসেই চার্জশিট দেওয়া হবে।”
একুশে সংবাদ/ম.প্র/এ.জে