AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ



সাটুরিয়ার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯নং ফুকুরহাটি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ মে ফুকুরহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেলা ১১টা থেকে চাল বিতরণ শুরু হয় এবং প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মাজেদুল  মুকসুদ। ওয়ার্ড ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিজিএফ কর্মসূচির আওতায় এ ইউনিয়নে মোট ৮২৬টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজনদের সার্বিক পরামর্শ ও সহযোগিতায় সঠিকভাবে টোকেন বিতরণ ও সরকারের দেয়া বিশেষ ভিজিএফ ১০ কেজি চাল বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে আসছি। কোনো রকম অনিয়মকে প্রশ্রয় না দিয়ে জনগণের একজন সেবক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সর্বদা সেই চেষ্টা করি।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!