বরিশালের উজিরপুরে একদিনে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ মে মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হাওলাদার বাড়ির লিটন হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার (১৭) বসতঘরের আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, একই দিনে উপজেলার চকমান ৩নং ওয়ার্ডের ওমর আলী হাওলাদারের মেয়ে জবেদা আক্তারকে (১৫) ভোর সাড়ে ৫টার দিকে বসতঘরে গামছা দিয়ে ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি আ. সালাম জানান, একই দিনে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে