AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার



সাদুল্লাপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে আহসান হাবিব ওরফে বোরহান উদ্দিন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজের নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবিব ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামের আসাদুজ্জামানের একমাত্র ছেলে। তিনি তরফ সাদুল্লাপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহসান হাবিব ও তার তিন বন্ধু প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা মাদ্রাসায় না গিয়ে মাদারহাট মেলার পাশে নলেয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে আহসান পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ঘটনা জানতে পেরে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে চৌকস ডুবুরি দল তিন ঘণ্টার প্রচেষ্টায় নদীর তলদেশ থেকে আহসানের মরদেহ উদ্ধার করে। রংপুর থেকে আসা আরও একটি ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নেয়।

এসময় নদীর দুই তীরে হাজারো মানুষ ভিড় করেন। শিশুটির মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, "খবর পাওয়ার পরই আমি ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালাই। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।"

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Link copied!