AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন



বোয়ালখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ। তিনি বলেন, “গ্রামীণ জনপদে পরিবেশবান্ধব ও সময় সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো বিকল্প নেই। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের সম্ভাবনা সৃষ্টি করা, ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে গ্রামীণ যুবদের কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর পারিবারিক খামার সম্প্রসারণ।”

তিনি আরও বলেন, “বায়োগ্যাস প্রযুক্তি ব্যবহার করে রান্না ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পশুপালন ও কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব। এ প্রশিক্ষণ মাঠ পর্যায়ে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম ও মাদুল বড়ুয়া।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। তারা বায়োগ্যাস প্রযুক্তি, গবাদিপশু ও পোলট্রি খামার পরিচালনায় ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।

এই প্রশিক্ষণ কোর্সটি যুব উন্নয়ন অধিদপ্তরের “ইমপ্যাক্ট” শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে, যা বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!