রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাজবাড়ী সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পানিশূন্য থাকা চান্দু শেখের বাড়ির ওই পুকুরে সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা পানি জমে। পুকুরটি কচুরিপানায় আচ্ছাদিত ছিল। সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পেঁপে পারতে গিয়ে পুকুরে অজ্ঞাত কিছু একটি ভাসতে দেখে সন্দেহ করেন। কাছ থেকে দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি একটি মানুষের মরদেহ। এরপর বিষয়টি জানানো হয় স্থানীয়দের এবং পুলিশে খবর দেওয়া হয়।
চান্দু শেখ বলেন, ‘সকালে মাঠে কাজ করছিলাম। বোন জানালে তৎক্ষণাৎ থানায় খবর দিই। পুলিশ এসে সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।’
মরদেহটির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর। রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, মরদেহটি প্রায় চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। শরীরে পচন ধরেছে, তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ চলছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে