সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলাকালে বাগেরহাটে অবৈধভাবে শিকার করা ১০৩ ক্যারেট সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ মে) সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।
প্রথমে বাগেরহাটের সামুদ্রিক মৎস্য আড়তে অভিযান চালিয়ে কোনো মাছ না পেয়ে, অভিযান দল যায় মুনিগঞ্জ কোল্ড স্টোরেজে। সেখানেই লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির ১০৩ ক্যারেট সামুদ্রিক মাছ।
জব্দ করা মাছ পরে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী এবং পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের সতর্ক করে দেন এবং সাগরে নিষেধাজ্ঞা চলাকালে মাছ শিকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
একুশে সংবাদ/ বা.প্র /এ.জে