ফরিদপুরের সদরপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী স্বপন ঘোষের জমি প্রতারণা করে আত্মসাতের অভিযোগ উঠেছে নিতাই চন্দ্র দে নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সদরপুর পুখুরিয়া আঞ্চলিক সড়কে চাররশি গ্রামে তার পৈত্রিক জমির সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে প্রতিবন্ধীর জমি আত্মসাতের প্রতিবাদ জানিয়ে ও পৈতৃক সম্পত্তি ফেরতের দাবি করে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
একুশে সংবাদ/ ফ.প্র /এ.জে