শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মানবিক সমাজ গঠনে উৎপাদনমুখী ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও বিশিষ্ট রাজনীতিক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় জয়পুরহাট জেলার কালাই ময়েনউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় শিক্ষক সমাজের বিভিন্ন দিক ও চ্যালেঞ্জ নিয়ে গভীর আলোচনা হয়।
চন্দন বলেন, বর্তমান প্রজন্মকে স্বচ্ছ, মানবিক ও কর্মমুখী করে গড়ে তুলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল সংস্কার করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে, যেখানে শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করবে শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, স্কাউটিং ও মানবিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মকে দেশ-বিদেশের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের কর্মমুখী ও সৃজনশীলভাবে গড়ে তুলতে হবে।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকের মর্যাদা ও জীবনমান উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বিএনপি এ বিষয়ে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করবে এবং শিক্ষকদের পাশে থাকবে।
সভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলি, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল ইসলাম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাতিয়ার কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো.শামীম রেজা।
এই মতবিনিময় সভা শিক্ষকদের মাঝে নতুন আশাবাদের সঞ্চার করেছে। শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনিয়তা এবং শিক্ষকদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে আলোচনা হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।
একুশে সংবাদ/ জ.প্র/এ.জে