শেরপুর জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে আগাম প্রস্তুতি গ্রহণের নিমিত্তে নকলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।
রবিবার (১৮ মে ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ওই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল আলম খান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদর ভুট্রো, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল উদ্দিন, গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম।
সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিস্তারিত আলোচনা ও আগাম প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওই সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে