মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের হলরুমে এক বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বাজেট পেশ করেন প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান রিপন।
পরে বালিয়াটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন ও বালিয়াটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু সাঈদ বিডিআর, হাজি সফিউদ্দিন, আব্দুল খালেক ছুবু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান ঠান্ডু, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান স্বপন, সহসভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
এর আগে বালিয়াটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান রিপন ২ কোটি ২০ লক্ষ ৯০ হাজার ৮ শত ৮০ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন । এর মধ্যে সরকারি ও বেসরকারি খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ২০ লক্ষ ৯০ হাজার ৮ শত ৮০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২০ লক্ষ ৮২ হাজার ৮ শত ৮০ টাকা। উদ্বৃত্ত থাকবে ১৮ হাজার টাকা।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে