পরিস্থিতি ঘোলাটে না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা, বাগেরহাট-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শীপন।
রবিবার (১৮ মে) বিকেলে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে নব্বইরশী বাসস্ট্যান্ডে একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শিপন এসব কথা বলেন।
জেলা বিএনপির এ নেতা আরও বলেন, ১০ মাসেই সরকারের ভেতরে ও বাইরে এবং দেশে অস্থিরতা বাড়ছে। এভাবে অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। সরকার কি ক্ষমতার মোহে আচ্ছন্ন? আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। ১৭টি বছর আন্দোলন করেছি দেশে গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আল ইসলাম, আফজাল জোমাদ্দার, সামাদ হোসেন ফকির, শ্রমিকদল উপজেলা সভাপতি মজনু মোল্লা, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ খান চুন্নু, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, পৌর বিএনপি সদস্য সাইফযল আমীন কিসলু, বিএনপি নেতা আফজাল জোমামদ্দার, সাবেক ছাত্রদল নেতা এফ এম শামীম আহসান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল ফকির, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, যুবদল যুগ্ম আহ্বায়ক আব্বাস মুন্সি প্রমুখ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে