কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় চোরাই মাটি বহনকারী একটি ডাম্পারের চাপায় নুরুল ইসলাম (৫২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) ভোরে নাফ নদীতে মাছ ধরতে যাওয়ার সময় হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকায় রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম হ্নীলা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৪, সি২২, শেল্টার নম্বর ১০৫ এর মৃত আব্দুস সাত্তারের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট পাহাড়-টিলা কেটে অবৈধভাবে মাটি পাচার করছে। এসব মাটি ব্রিকফিল্ড, বসতভিটা এবং বিভিন্ন স্থাপনায় ব্যবহারের জন্য বিক্রি করা হয়। মাটি পাচারে ব্যবহৃত এসব ডাম্পার চলাচল করে অনিয়ন্ত্রিত গতিতে ও নিয়মবহির্ভূতভাবে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সূত্র আরও জানায়, এই অবৈধ কর্মকাণ্ডে মাদক কারবারি ও সশস্ত্র সন্ত্রাসীরা জড়িত। বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের মাঝে রহস্যজনক নিরবতা এবং আগাম অভিযানের তথ্য পাচার হওয়ার অভিযোগ রয়েছে। ফলে, প্রশাসনের অভিযান কার্যত নিষ্প্রভ হয়ে পড়ছে।
আলীখালী, রঙ্গিখালী, ছোট লেচুয়াপ্রাং, পশ্চিম সিকদার পাড়া, পানখালী, রোজারঘোনা ও মরিচ্যাঘোনা এলাকায় এই মাটি পাচার দাপটের সঙ্গে চলছে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।
নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, চোরাই মাটি পরিবহনে ব্যবহৃত যানবাহন নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আরও প্রাণহানির আশঙ্কা থেকে যায়।
একুশে সংবাদ/ক.প্র/এ.জে