‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই প্রতিপাদ্যের বিষয়ে সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় আড়পাড়া আইডিয়াল সরকারি হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচির সভাপতিত্ব করেন মাগুরা জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন। বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এএসএম মাজেদ-উর রহমান, প্রধান শিক্ষক মো. আলী আহসান, অধ্যাক্ষ ইমদাদুল ইসলাম টিকো, শালিখা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়কসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে