মাগুরার শালিখা উপজেলার শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অদুত মল্লিকের কবর জিয়ারত করেছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। শুক্রবার (১৬ মে) জুমার নামাজ শেষে তিনি শালিখা উপজেলার আড়পাড়া মডেল মসজিদ সংলগ্ন কবরস্থানে অদুত মল্লিকের কবর জিয়ারত করেন।
পরে তিনি মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা হিসেবে তুলে দেন। এ সময় তিনি মরহুম অদুত মল্লিকের ছেলেকে একটি দোকান করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টন মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী সোহেল রানা, কৃষক দলের সদস্য সচিব মো. তুহিন মুন্সী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সী, জেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্যা, যুবদল নেতা মহাসিন মোল্যা, মহব্বত মুন্সী, শহিদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাস এবং হোসাইন মো. মানিক প্রমুখ।
নেতাকর্মীরা জানান, অদুত মল্লিক ছিলেন একজন নিবেদিতপ্রাণ দলীয় নেতা। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের এই উদ্যোগ প্রশংসনীয়।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে