শেরপুরের নালিতাবাড়ীতে ১ হাজার ৫৭৩ পিস ইয়াবাসহ আব্দুল হালিম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার বুরঙ্গা পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল হালিম নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াগাঁও ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাজম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজম আলী পালিয়ে গেলেও তার সহযোগী আব্দুল হালিমকে ঘটনাস্থল থেকে ১৫৭৩ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আটককৃত আব্দুল হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।"
একুশে সংবাদ/শে.প্র/এ.জে